
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
