শনিবার, ডিসেম্বর ২৭

হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়কে অবস্থান কর্মসূচি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সংগঠক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর তালাইমারী মোড়ে রাজশাহী ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজশাহী মহানগর এনসিপির একাধিক নেতাকর্মীকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

প্রতিবাদকারীরা বলেন, ন্যায়বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই শহীদ ওসমান হাদিকে লক্ষ্য করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাদের দাবি, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেওয়া হয়। হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাজপথে অবস্থান অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

অবরোধের কারণে তালাইমারী মোড় ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *