শুক্রবার, অক্টোবর ১০

স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না : বরকত উল্যা বুলু

১৫ আগস্ট শেখ মুজিব সরকার পতনের পর এই দেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না, ঠিক ৫ আগস্টের পরও এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নোয়াখালীতে বন্যার্তদের দেখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্যা বুলু এসব কথা বলেন।

বন্যা দুর্গতদের দেখতে গিয়ে তিনি পানি বন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, যতদিন এই সংকট থাকবে, ততদিন আমরা আপনাদের পাশে থাকবো।

এ সময় তিনি বেগমগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে পানিবন্দি প্রায় তিন হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন— বিএনপির উপজেলা সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. আবেদ, বিএনপির জেলা সহ- সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *