
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||
দীর্ঘ প্রতীক্ষার পর ইরাকের ফাল্লুজাহ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুর গ্রামের ছেলে মাসুম সালমান। বর্তমানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করছেন তিনি। মাসুম সালমান দাখিল এবং আলিম পরীক্ষায় সে পূর্ণ ৫ জিপিএ অর্জন করেছে।
আলোকিত দৈনিকের প্রতিনিধির সাথে আলাপচারিতায় উঠে আসে মাসুম সালমানের এই সাফল্যের গল্প।
ছোটবেলা থেকেই বিদেশে বিশেষ করে আরব দেশে ইসলামিক বিষয়ে উচ্চশিক্ষা করার স্বপ্ন ছিল তার। আলিম পরীক্ষা দেওয়ার পর থেকেই সে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আবেদন করে। কিন্তু প্রথম বারবার ব্যর্থতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে ড.শিহাব উদ্দিনয়ের পরামর্শে সে হাল ছাড়েনি বরং অনবরত চেষ্টা চালিয়ে গেছে।
অবশেষে ইরাকের ফাল্লুজাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সায়েন্স অনুষদে আবেদন করেন এবং সফলভাবে স্কলারশিপ পেয়ে যান।
মাসুম সালমান জানান,
আমার লক্ষ্য শুধু ধর্মীয় শিক্ষায় নয়, আধুনিক আরবি ভাষাতেও দক্ষতা অর্জন করা ও দেশের জন্য কিছু করতে পারা।
এজন্য আমি মিশরের কায়রো থেকে পরিচালিত আন্তর্জাতিক মানের একটি অনলাইন কোর্সে অংশ নিয়েছিলাম। এই কোর্সটির আয়োজন করেছে মারকায সওতুল ইসলাম-এর পরিচালক ড. শিহাব উদ্দিন আল-আজহারী। যিনি আমাকে সবসময় দিকনির্দেশনা ও সহযোগিতা করে এসেছেন। এই শিক্ষকের সহায়তায় আমার স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে।
তিনি আরো জানান, কৃতজ্ঞতা নিয়ে আমি বলতে পারি সত্যি, দোয়া ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। এই সাফল্য শুধু আমার নয়, আমার পরিবারের, শিক্ষক ও সব শুভাকাঙ্ক্ষীর। তাদের ভালোবাসা আর বিশ্বাসের জন্য আমি চিরকৃতজ্ঞ।
আমি বিশ্বাস করি, দেশের তরুণ প্রজন্ম নিজেদের স্বপ্ন পূরণে আরও উদ্যমী হবে। আমি আশা করি আমার গল্প তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে।