
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | আলোকিত দৈনিক ||
স্কিন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন নারায়ণগঞ্জ জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। বুধবার (২১ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সিটির চাষাড়া, রেলগেট এলাকায় ২০০ জন অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হেলাল উদ্দিন রিপন, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সমন্বয়ক ও সহ-সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সভাপতি নাজমুল হক খোকন, উপদেষ্টা মন্ডলের সদস্য আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ ও অফিস ব্যবস্থাপক জহিরুল হক প্রমুখ।
এই বিষয়ে জিজ্ঞাসা করলে নারায়ণগঞ্জ জোনের সমন্বয়ক ও সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন, বিগত ক’য়েক বছর ধরেই এই সংগঠনটি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আরও বিভিন্ন চ্যারিটিমূলক অর্থাৎ জনসাধারণের কল্যাণ বা অভাবী মানুষের সহায়তার উদ্দেশ্যে অর্থ, সময়, দক্ষতা বা সম্পদ দান তথা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
