বৃহস্পতিবার, জানুয়ারি ১

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ঐতিহ্যবাহী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রমে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করতেই এ বই উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম গোলাম রেজা, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করররা হয়। বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নতুন উদ্যমে শিক্ষাবর্ষ শুরু করার প্রত্যয় ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *