শুক্রবার, ডিসেম্বর ২৬

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

“স্বপ্ন যখন স্মৃতি রচনা করে, আমরা তখন একই বিন্দুতে মিলিত হই”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড রিইউনিয়ন।

সকালের প্রথম প্রহর থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে আসতে শুরু করেন। একই রঙের শাড়ি পরিহিত, সেজে–গুজে তারা মিলিত হন স্মৃতিবিজড়িত স্কুল মাঠে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। হাসি–আড্ডা, খুনসুটি আর পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বিশেষ অতিথিদের দিয়ে বিভিন্ন লেখনীয় বইয়ের মোড়ক উন্মোচন করান। আয়োজক সূত্রে জানা যায়, ১৯৬৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৫৮টি ব্যাচের প্রায় ১ হাজার ২০০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এই গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রাক্তন শিক্ষার্থী সাথী খাতুন বলেন,
“আজ আমরা সবাই অনেক দিন পর একত্রিত হয়েছি। মন খুলে কথা বলছি, পুরনো দিনের স্মৃতি মনে পড়ছে। বড় আপু–ছোট আপুদের সঙ্গে দেখা হওয়ায় দিনটি সত্যিই আনন্দময় হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব খোদেজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক পি.এল.সি.-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রহমত গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন সরকার,
নারায়ণগঞ্জ জেলার দায়রা জজ রাসেদ মনি,
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান,
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হোসেন,
বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,
অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,
বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,
মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ঐক্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এই গ্র্যান্ড রিইউনিয়ন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় ও আবেগঘন অধ্যায় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *