
|| নিজস্ব প্রতিবেদকন||
দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভোগা এবং একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) থেকে গ্রাহকরা তাদের আমানতের অর্থ ফেরত পেতে শুরু করবেন। কেন্দ্রীয় ব্যাংকের আমানত বিমা স্কিমের আওতায় এই অর্থ পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—যা বর্তমানে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ হিসেবে পরিচিত, তাদের গ্রাহকদের এই অর্থ প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা বা তার কম, তারা একবারে পুরো টাকাই উত্তোলন করতে পারবেন। তবে যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে আগামী দুই বছরের মধ্যে তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
বিশেষ বিবেচনায় ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক এবং ক্যানসার বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই উত্তোলনের সীমা শিথিল রাখা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত ফেরতের প্রক্রিয়াগত জটিলতা এরই মধ্যে দূর করা হয়েছে এবং গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই এই অর্থ সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য যে, বিগত সময়ে বিভিন্ন ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার কারণে এই ব্যাংকগুলো গভীর সংকটে পড়েছিল, যার ফলে সাধারণ গ্রাহকরা তাদের জমানো টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগে ব্যাংকগুলোকে একীভূত করে গ্রাহকদের স্বার্থ সুরক্ষার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৭৫ লাখ আমানতকারী পরিবারের দুশ্চিন্তা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
