
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাশপত্রে প্রবেশের দায়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে একটি নৌকা দেখতে পেয়ে থামানো হয়। বনে প্রবেশের অনুমতিপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। পরে বন আইনে মামলা দিয়ে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তিন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।