বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: সব ক্রু নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান (কার্গো) বিধ্বস্ত হয়ে এর সব ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির লোহিত সাগরের কাছে অবস্থিত ‘ওসমান দিগনা’ বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। দুটি সামরিক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

​সামরিক সূত্রগুলো জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি ইলিউশিন ইল-৭৬ (Ilyushin Il-76) কার্গো বিমান। বিমানটি অবতরণের চেষ্টা করার সময় কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে মোট কতজন ক্রু সদস্য ছিলেন, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সুদানের সেনাবাহিনী। কোনো সরকারি হতাহতের পরিসংখ্যানও এখনো ঘোষণা করা হয়নি।

​সামরিক সরঞ্জাম সরবরাহ এবং কর্মী পরিবহনের জন্য আইএল-৭৬ বিমানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

সংঘাতের মধ্যে দুর্ঘটনা:

এই মর্মান্তিক দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সুদান বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ক্ষমতা দখলের এক রক্তক্ষয়ী দ্বন্দ্বে জড়িয়ে আছে। এই সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিভিন্ন ফ্রন্টে লড়াই অব্যাহত থাকায় দেশটিতে আরও লক্ষাধিক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন।

(সূত্র: আল-অ্যারাবিয়া, আল-জাজিরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *