মঙ্গলবার, জুলাই ২২

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||

” সবাই মিলে ঐক্য গড়ি নতুন উপজেলার দাবি আদায় করি, ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা, এই শ্লোগান নিয়ে  সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়ন নিয়ে  যমুনা নামে নতুন উপজেলার দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

যমুনা উপজেলা চাই ব্যানারে বাস্তবায়নে রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাজিপুরেরছয়টি ইউনিয়নের আশ-পাশের এলাকা নিয়ে  যমুনা উপজেলা চাই দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল। এসময়ে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ডেভলপমেন্ট কনসালটেন্টস সিইও, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক জনপ্রতিনিধি আবদুল কাদের, সিরাজগঞ্জ পলিটেকনিক সিটি’র পরিচালক জহুরুল ইসলাম লিটন, অগ্রনী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল হক প্রমুখ। 

মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন,  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও  জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। এসময়ে মানববন্ধনে নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত থেকে কোর্ট প্রাঙ্গণে যমুনা উপজেলা চাই দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী   বিভিন্ন শ্লোগান দেন। পরে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারকলিপি দেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *