
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভা শেষে এক র্যালি বের করা হয়। পরে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প উদ্বোধন করা হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন বিষয় তুলে ধরে উপস্থাপন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মিরাজ হোসেন মেসবাহ। উন্মুক্ত আলোচনায় জলাতঙ্ক রোগের লক্ষণ, ক্ষতিকর দিকসহ সমাধানের বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে এম. আনোয়ারুল হক।
তিনি বলেন, জেলায় প্রথম ৬’শ কুকুর বিড়াল ও পোষা প্রাণিদের জলাতঙ্ক নির্মূলের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কুকুর বিড়াল ও পোষা প্রাণিদের জলাতঙ্ক নির্মূলের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ তোফাজ্জল হোসেন, ভিও ডাঃ তাপস কান্তি দত্ত, জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোহাম্মাদ সোহেল রানা প্রমুখ।
দিবসটিতে আলোচনা সভায় জলাতঙ্ক রোগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক, শাহজাদপুরের ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কাজিপুরের ডাঃ দিদারুল আহসানসহ ডাঃ মতিন, মনিরুল ইসলাম এবং সকল উপজেলার ভেটেরিনারী সার্জনবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়নের এআই টেকনেশিয়ানসহ খামারীরা উপস্থিত ছিলেন ।