
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ প্রতিপাদ্য নিয়ে-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপানে দিবসটি উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফেডারেশনটির সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফেডারেশনটির সিরাজগঞ্জ জেলা শাখা’র সহ-সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এম এ সবুর। এ সময়ে ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখা’র সহ-সভাপতি অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড. আমিনুজ্জামান তালুকদার, সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা মোঃ ময়নুল হক, অধ্যাপক মোঃ রেজাউল করিম, অধ্যাপক মোঃ জাকির হোসেন, অধ্যাপক মোঃ শাহীন রেজা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. রেজাউল ইসলাম রেজা রোকনী, “আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ- সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষক পরিষদ জেলার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ছোনগাছা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ময়নুল হক, প্রাথমিক শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ রেজাউল হক রাজু, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন প্রমুখ বক্তব্য রাখেন। পরে সমাবেশ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান থেকে সকল শিক্ষক-শিক্ষিকা সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।