
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
জুলাই-আগস্ট ২০২৪ খ্রি. এর ছাত্র-জনতার গণআন্দোলনে সিরাজগঞ্জে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন- বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
গতবছরের গণ-অভ্যুত্থানে ৪ আগস্ট আন্দোলনের রাজপথে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয় সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু। অপরদিকে, আব্দুল লতিফ, সুমনসহ সিরাজগঞ্জে ১৪ জন নিহত হয়। এই ১৪ জন শহিদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে গত ৪ আগস্ট-২০২৪ খ্রিঃ সিরাজগঞ্জে ফ্যাসিস্টমুক্ত হয়। সেই শহিদদের সম্মানে শহিদ সোহানুর রহমান রঞ্জু’র নিজ বাড়ি পৌর এলাকার মাছুমপুর মহল্লায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) বেলা ১২ টার দিকে, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে- “শহিদ রঞ্জু স্মৃতিস্তম্ভ ” উদ্বোধন করা হয়।
এসময়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, মোস্তফা নোমান আলাল, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান , যুগ্ন-সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হারুন অর-রশিদ- খান হাসান, মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির নেতা রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতা- হাসিনুর রহমান হাসি, জেলা শ্রমিক দলের নেতা এস.এম মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, পৌর মাছুমপুর-মাহমুদপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ মোঃ আব্দুর রাজ্জাকসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।