
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক, সদর থেকে এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর থানা আমির এডভোকেট নাজিম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হচ্ছে নিজেরা রোজা পালনের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের যে বেদনা সেটা বোঝা। এর মধ্য দিয়ে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং রমজানের শিক্ষা নিয়ে বাকি ১১ টি মাস যেন আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। এই অনুভূতি তৈরির জন্যই রমজান আমাদের শিক্ষা দিচ্ছে। সবশেষে ফিলিস্তিনে মুসলিমদের জন্য দোয়া করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
