বুধবার, মার্চ ১২

সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত খেলায় ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় হেদায়েতুল ইসলাম ফ্রুট, ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, আলামিন সেখ প্রমুখ।

সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আটটি কলেজ অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন আজমহর আলী, হাফিজুল ইসলাম, রেজাউল করিম খোকন, আবু হানিফ ও মোখলেছুর রহমান। টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন হারুন অর রশিদ খান হাসান, সদস্য ছিলেন হেদায়েতুল ইসলাম (ম্যাচ কমিশনার) ফ্রুট, আব্দল্লাহ, আলামিন শেখ ও হামিদুল হক খোকন। ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *