শুক্রবার, নভেম্বর ১৪

সিরাজগঞ্জ-৫ এ আলীমের আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোডাউন!

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং ৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম-এর নিজ এলাকায়  আগমনকে ঘিরে বিশাল মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে  ঢাকা থেকে মনোনয়ন পাওয়ার পর দুপুরে  প্রথমবার নিজ এলাকায় ফিরে আসেন আলীম। তাকে স্বাগত জানাতে সয়দাবাদ এলাকায় সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা হাজার হাজার মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় চার হাজারের বেশি যানবাহন অংশ নেয়।

সয়দাবাদ থেকে শুরু হওয়া শোডাউনটি বেলকুচি ও চৌহালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথেই সমর্থকদের ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে চারপাশ উৎসবমুখর হয়ে ওঠে। পরে আমিরুল ইসলাম খান আলীম এনায়েতপুরে খাজা ইউনুস আলী (রহ.) মাজারে জিয়ারত করেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

শোডাউনকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই শোডাউন ছিল আলীমের প্রতি সমর্থন, ভালোবাসা এবং প্রত্যাশার প্রতিচ্ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *