
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।
অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। তারা এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রত্যেক প্রার্থীই নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ, গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং তাত শিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আমিরুল ইসলাম খান আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী কমরেড মতিয়ার হোসেন এবং গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইউসুফ আলী।
বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি-কামারখন্দের দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসার মেজর তওসিফ এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় বক্তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
