সোমবার, ডিসেম্বর ২৯

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থী ও প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল! 

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) সংসদীয় আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেলা ২টার পর থেকে একে একে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আমিরুল ইসলাম খান আলীম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলী আলম। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও বিভিন্ন প্রতীকে আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মুফতি হাজী শেখ নুরুন নাবী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম মওলা খান বাবলু, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ইউসুফ আলী এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আকবর হোসেন মোল্লা  মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তারা জানান, ভোটের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও কিছুটা শঙ্কা বিরাজ করছে। সেই শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রার্থীরা আরও বলেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরপেক্ষ ভূমিকা থাকলে দেশের জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এতে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন দাখিলকে ঘিরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সার্বিকভাবে দিনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *