সোমবার, ডিসেম্বর ২৯

সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র জমা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলেন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। উপস্থিত নেতারা জানান, আমিরুল ইসলাম খান আলীম একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বেলকুচি ও চৌহালী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমিরুল ইসলাম খান আলীম এই অঞ্চলের উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং সিরাজগঞ্জ-৫ আসনের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *