
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সিংগাইর- হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আবির হোসেন (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলার ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন সিংগাইর উপজেলার গোপিন্দল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী আবীর হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে পিকআপ ভ্যানটি রাস্তার নিচে পড়ে থাকতে দেখা যায়।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মো.মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
