
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
COME FOR UNPRIVILEGED CHILD (CUC)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া মানে তার জীবনের পথে আলোর দিশা দেখানো। শিক্ষা ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয় এবং এই শিশুরাই ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষ যদি অন্তত একজন শিশুর দায়িত্ব নেয়, তাহলে পিছিয়ে পড়া শিশুর সংখ্যা কমে আসবে। এই ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং স্বপ্ন দেখার সাহস জোগায়। তিনি সিইউসি’র কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সিইউসি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও সিইউসি স্কুল ও এর শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
