শনিবার, মার্চ ১৫

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃংখলা পরিস্তিতির অবনতি ও বিচারহীনতাসহ গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও স্বামী কর্তৃক নৃশংস নির্যাতনের পর ৮ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার কাণ্ডে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এরই প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার করিতলা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল, মোমিন রেজা, আলা উদ্দিন, শাহিন রেজা, রাশেদুলসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *