
|| নিজস্ব প্রতিবেদক ||
সাম্প্রতি চট্টগ্রামে সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, এই হামলা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলা কোনোভাবেই বরদাশত করার মত নয়। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। দিনের পর দিন পাহাড়ি সন্ত্রাসীদের আস্ফালন বেড়েই চলেছে, তা সমূলেই ধ্বংস করে দিতে না পারলে দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ, খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি গভীর ষড়যন্ত্র করছে। দেশবাসী মনে করে, সেনাবাহিনীর উপর হামলা আর চট্টগ্রাম নিয়ে সম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র একই সূত্রে গাথা।
সরকারের উদ্দেশ্যে নেতৃদ্বয় বলেন, পাহাড়ী ঐ সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো ধর্ষণবিরোধী সমাবেশ করলো, অথচ সেখানে রাষ্ট্রবিরোধী ও দেশদ্রোহী স্লোগান দিয়ে লাঠি ও পাথর নিয়ে সেনাবাহিনী সদস্যদের উপর হামলা নিঃসন্দেহে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক এবং উস্কানীর অংশ। দেশকে অচল ও ব্যর্থ এবং অস্থিতিশীল করার লক্ষ্যেই এই হামলা।
নেতৃদ্বয় আরো বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। আর বন্ধ করা অস্থায়ী সেনাক্যাম্প সবগুলো আবারো চালু এবং সেখানে একটি সেনা নিবাস প্রতিষ্ঠা করতে হবে। দেশবাসীর প্রতিও আহ্বান, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।