
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন বয়েজ উদ্দিন (৪৫) নামে এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর কাপালি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বয়েজ উদ্দিন বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা বয়েজ উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় ইঁদুরের গর্ত থেকে একটি বিষাক্ত সাপসহ তিনটি বাচ্চা ধরে ফেলেন।
কিন্তু সাপটিকে বস্তায় ঢোকানোর সময় হঠাৎ করেই সেটি বয়েজ উদ্দিনকে ছোবল মারে। সাপের কামড়ের কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের ভাগনে সিরাজুল ইসলাম জানান, “মামা পেশায় সেলো মেশিন মেকানিক হলেও বহু বছর ধরে সাপ ধরার কাজ করতেন। এলাকার মানুষ বিপদে পড়লে তাকে ডাকতো। আজ সেই কাজ করতে গিয়েই প্রাণ দিতে হলো।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “রোগীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
বয়েজ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এমন ঝুঁকিপূর্ণ কাজ যারা করে থাকেন, তাদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত সুরক্ষা উপকরণের ব্যবস্থা থাকা জরুরি।