
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টাকারী ওই ৬৫ বছরের বৃদ্ধা আব্দুল হামিদ মোল্লা একই গ্রামের বাসিন্দা। তারা পাড়াপ্রতিবেশী হিসেবে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছেন। অপর দিকে ভিকটিম ওই শিশু স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ পৈচাশিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী ছাত্রীর দাদী জানান, পানি খাইতে চাইলে আমার নাতনি গ্লাসে করে ওই লম্পট হামিদ মোল্লার কাছে পানি নিয়ে গেলে হাত ধরে টান দিয়ে দরজা আটকিয়ে নাতিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমরা ওই লম্পট এর দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
