
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরে যাওয়ার পথে সাজেকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় আরও কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করেছে এবং আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের আরোগ্যের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
