বুধবার, জানুয়ারি ১৪

সাংবাদিক নেতা শাওনের পিতার ইন্তিকাল: বিএফইউজে ও এমইউজের গভীর শোক

​|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র সহকারী মহাসচিব এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-র সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক শাওনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুর প্রেক্ষাপট ও পারিবারিক তথ্য

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি (শুক্রবার) শেখ ইয়াকুব আলী হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তার ছোট ভাই ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​মরহুমের পুত্র এহতেশামুল হক শাওন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নাস্তা করার সময় আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বিছানায় লুটিয়ে পড়ে ইন্তিকাল করেন।

​জানাজা ও দাফন কর্মসূচি

​মরহুমের জানাজা ও দাফনের সময়সূচী নির্ধারিত হয়েছে নিম্নরূপ:
​প্রথম জানাজা: বুধবার সকাল ৯:৩০ মিনিটে, খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ।
​দ্বিতীয় জানাজা ও দাফন: প্রথম জানাজা শেষে কফিন ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

​সাংবাদিক নেতাদের শোক প্রকাশ

​সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ।

​বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন:

​বিএফইউজে: সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।

​এমইউজে খুলনা: সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​সাবেক নেতৃবৃন্দ: বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

​নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *