
|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরগুনার বামনায় প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামসহ সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহনে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় বামনা গোলচত্বরে বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি নাসির মোল্লাসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো: ইসমাইল হোসেন, বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ও ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ এইচ. এম. আল- আমীনসহ অনেকে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা মুঠোফোনে তার বক্তব্যে বলেন, সাংবাদিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, রাষ্ট্রের দর্পন। আদর্শ ও সক্রিয় সাংবাদিকতার চর্চা রাষ্ট্রের উন্নয়নের ধারা যেমনি অব্যহত রাখতে সহায়ক; তেমনি অপরাধ, দূর্নীতি দমনে সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের শান্তি – শৃঙ্খলা স্থিতি রাখতে মূখ্য ভূমিকা পালন করে। এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা রেখে এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা তাই তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। নিজের খেয়ে, জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের অন্যায়, অপরাধ চিত্র তুলে ধরতে গেলে যদি সাংবাদিকদের হত্যা করা হয় এবং রাষ্ট্র যদি এসব অপরাধীদের বিচার না করে, বা সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে কেন তারা এতো ঝুঁকি নিবেন। আমি পাথরঘাটা উপজেলার ত্রাণের ৪ কোটি টাকা লোপাটের সংবাদ প্রকাশ করায় আমাকে মুঠো ফোনে হুমকি দেয়া হয়েছে। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মুক্ত সংবাদ প্রকাশের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করার আহবান করেন।