বুধবার, ডিসেম্বর ৩

সলঙ্গায় শাহীন স্কুলে হ্যাপি চিলড্রেনস ডে সম্পন্ন, উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘শাহীন শিক্ষা পরিবার’ সিরাজগঞ্জের সলঙ্গা শাহীন স্কুল ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে হ্যাপি চিলড্রেনস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ডিসেম্বর) প্রতিষ্ঠানটির সলঙ্গা শাখা ক্যাম্পাসে এ চিলড্রেনস ডে অনুষ্ঠিত হয়। 

হ্যাপি চিলড্রেনস ডে উপলক্ষে বিশালাকার কেক, শিক্ষণীয় নানা রকম ব্যানার, ফেস্টুন আর নানা রঙের বেলুন দিয়ে পুরো ক্যাম্পাস সাজানো হয়। দীর্ঘ ১ বছর পর আবারও হ্যাপি চিলড্রেনস ডে পার্টি করতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় ‘শাহীন শিক্ষা পরিবার’ সারা দেশের ন্যায় সলঙ্গা শাখায় স্কুল ও ক্যাডেট কোচিং পরিচালনা করে আসছে। নৈতিকতা ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে সবোর্চ্চ গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সারাদেশের শাহীন স্কুল ও ক্যাডেট কোচিং থেকে এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ক্যাডেট পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে স্বগর্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

প্রতিষ্ঠানটি সলঙ্গাতে এবছর আরও একটি দ্বিতীয় শাখায় স্কুল ও ক্যাডেট কোচিং পরিচালনা শুরু করেছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে সলঙ্গা অঞ্চলের আশেপাশে পর্যায়ক্রমে তাদের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শাহীন স্কুল, সলঙ্গা শাখার পরিচালক মো. আব্দুস সামাদ ও রাকিব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *