
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সরাসরি টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গা ক্যাম্পাসে শনিবার (০১ নভেম্বর) শাহীন শিক্ষা পরিবার’র এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার সলঙ্গা থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,পঞ্চম শ্রেণীর প্রায় ৪৫০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১ম শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোট ২৩০জন শিক্ষার্থী এবং ২য় শিফট বিকেল ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ২য় ও ৩য় শ্রেনীর মোট ২২০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর হিসেবে কক্ষ পরিদর্শক হিসেবে পাঁচলিয়া আল মাহমুদ মডেল স্কুলের সহকারী শিক্ষিকা পারুল খাতুন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবেকুন নাহার এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম, দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক ইউনুস আলী দায়িত্ব পালন করেন।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মোঃ আব্দুস সামাদ ও রাকিব হোসেন বলেন, অবিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি।
