রবিবার, ডিসেম্বর ২৮

সলঙ্গায় জাতীয়তাবাদী সাইবার দলের থানা কমিটি গঠন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা সাইবার দলের প্যাডে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি অনুমোদন করা হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউল্লাহ রাজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

‎অনুমোদিত কমিটিতে নুর আলমকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৩ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎কমিটি ঘোষণার সময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

জেলা ‎নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত এবং গতিশীল হবে। পাশাপাশি সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরবে।
‎তারা আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম জোরদার করা হবে।

‎এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *