রবিবার, জানুয়ারি ১১

সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বনবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ চাঁদ
এর সভাপতিত্বে ও সম্পাদক সাবেক মেম্বর আল মামুন মন্ডলের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ম আহবায়ক সেলিম এলাহী, তারিফ মাহমুদ,সদস্য আজাহার আলী,সিনিয়র যুবনেতা কে এম আল-আমিন, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *