
|| মো: ওয়ালি উল্লাহ | নিজস্ব প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহত শিশু ময়না আক্তার শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে।
সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, সরাইল থানা পুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্যনমসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।