বৃহস্পতিবার, জানুয়ারি ১

সময়মতো পাঠ্যবই পেয়ে নতুন বছরের আনন্দে শিক্ষার্থীরা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

নতুন বছরের শুরুতেই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আমেজ তৈরি হয়েছে। সময়মতো পাঠ্যবই হাতে পেয়ে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝকঝকে নতুন মলাট ও রঙিন প্রচ্ছদে মোড়া বই হাতে পেয়ে অনেক শিক্ষার্থী আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কেউ বই উল্টেপাল্টে দেখছিল, কেউ আবার সহপাঠীদের সঙ্গে নতুন বইয়ের আনন্দ ভাগ করে নিচ্ছিল। শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই সব বই হাতে পাওয়ায় তারা এখন নিয়মিত পড়াশোনা শুরু করতে পারবে এবং পাঠ্যসূচি অনুযায়ী এগিয়ে যেতে সুবিধা হবে।

শিক্ষকরা বলেন, সময়মতো পাঠ্যবই পৌঁছানোয় পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা সম্ভব হয়েছে। বই বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় এবং নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহীতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিতরণ কার্যক্রমও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। আগাম প্রস্তুতি ও সমন্বয়ের ফলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত বই সরবরাহ করা সম্ভব হয়েছে।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যবই পাওয়া গেলে সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং শিক্ষা ব্যয়ের চাপ অনেকটাই কমে যায়। সময়মতো বই বিতরণ শিক্ষাব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

সার্বিকভাবে রাজশাহীতে পাঠ্যবই বিতরণ কার্যক্রম ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার এই উদ্যোগ শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *