
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব দলটির সবুজবাগ থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। দরস শেষে বক্তব্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সবুজবাগ থানার সাবেক আমীর মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর সুযোগ্য সন্তান হুজাইফা বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন ও মোঃ ওবায়দুর রহমান। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
