শুক্রবার, মার্চ ১৪

শেরপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

বগুড়া শেরপুরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বগুড়া শেরপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শেরপুর থানা পুলিশ কতৃক আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ১জন সদস্যকে গ্রেফতার-সহ চুরি হওয়া ১টি লাল-কালো রংয়ের পালসার ১শ ৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মাহবুবর রহমান বাদী গত ১০ জানুয়ারি’২৫ তারিখ একটি মামলা দায়ের করে। উল্লেখ্য যে বিকাল অনুঃ সাড়ে ৪টার সময় তাহার ব্যবহৃত ১টি রেজিঃ বিহিন লাল-কালো রং এর পালসার-১শ ৫০ সিসি মোটরসাইকেল যাহার আনুমানিক মূল্য ২ দুই লক্ষ টাকা। উক্ত মোটরসাইকেলটি নিয়ে শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে দাওয়াত খাওয়ার জন্য যায়। এসময় উক্ত গ্রামের জনৈক আঃ মজিদ এর বাড়ীর সামনে খুলিয়ানে মোটরসাইকেলটি রেখে দাওয়াত খেতে বসে। তৎপর দাওয়াত খাওয়া শেষে একই তারিখ বিকাল আনুমানিক ৫টার সময় সেখানে এসে দেখে উক্ত মোটরসাইকেলটি আর নাই। অনেক খোজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পান নাই। এতে বাদীর ধারণা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত ঘটনাস্থল হতে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের মূলে উক্ত ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে গত ২৮ জানুয়ারি’২৫ তারিখে রাত্রী আনুমানিক সোয়া ১টার সময় অভিযান চালানো হয়। এতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা রংপুর পীরগঞ্জ উপজেলার মুকুমপুর গ্রামের নুরু মিয়া’র ছেলে দুলাল মিয়া (৪৪) এর নিজ বসতবাড়ী থেকে উক্ত আসামীকে গ্রেফতারসহ আসামীর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী ঘড় হতে বাদীর চুরি হয়ে যাওয়া ১টি রেজিঃ বিহিন লাল-কালো রং এর পালসার ১শ ৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর উক্ত আসামীকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য প্রদানসহ তার সঙ্গীয় অন্যান্য পলাতক আসামীদের নাম, ঠিকানা প্রকাশ করেছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। সেই সাথে উক্ত মামলাটি তদন্তধীন আছে মর্মে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *