
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার শিপইয়ার্ড সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স দীর্ঘদিন কাজ ফেলে রাখে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত ৭ আগস্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে। এতে মাঝপথে থেমে গেছে সড়ক সংস্কার, লবণচরা সেতু ও মতিয়াখালী স্লুইসগেটের নির্মাণ কাজ।
অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
রবিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে শিপইয়ার্ড সড়কে। এক সময়ের ব্যস্ততম এ সড়কে এখন ইজিবাইক চালকরাও যেতে চান না। বৃষ্টি ও জোয়ারে পুরো সড়ক ডুবে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
তারা জানান, বান্দাবাজার, চানমারী, শিপইয়ার্ড এলাকা, দাদা ম্যাচ ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, আধুনিক রাইস মিল ও চিংড়ি প্রসেসিং জোনের কয়েক হাজার শ্রমিকসহ ঘনবসতিপূর্ণ এলাকার লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। অথচ প্রতিদিনই কেউ না কেউ সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়িয়ে লুটপাট করা হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।