শুক্রবার, জানুয়ারি ৯

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করে একটি শিক্ষক-কেন্দ্রিক সেশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় “শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন” শীর্ষক এই সেশন।

সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জনাব জাহিদ হাসান। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির শুরুতেই একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এ ক্ষেত্রে শিক্ষকবৃন্দের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। তিনি শিক্ষার্থী নির্বাচনের প্রতিটি ধাপে একাডেমিক বিভাগগুলোর সম্পৃক্ততা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষক সম্পৃক্ততা জরুরি কারণ— শিক্ষকরা যুক্ত থাকলে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রস্তুতি, বিশ্লেষণী ক্ষমতা ও আগ্রহ মূল্যায়ন সম্ভব হয়, ড্রপআউট ও ভুল বিষয় নির্বাচনের ঝুঁকি কমে, ভর্তির আগেই দিকনির্দেশনা পেলে শিক্ষার্থী সচেতন সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান উন্নত, ফলাফল ও গ্র্যাজুয়েটের দক্ষতায় প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রক্টর জনাব আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক মিসেস আফরোজা হেলেনও বক্তব্য প্রদান করেন। তাঁরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি ব্যবস্থার গুরুত্ব ও পদ্ধতি তুলে ধরেন।

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এই সেশনের উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় একাডেমিক বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও সুসংহত করা—যাতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন, মূল্যায়ন ও ধরে রাখার প্রক্রিয়া আরও ফলপ্রসূ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *