রবিবার, জুলাই ২৭

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

|| নিউজ ডেস্ক ||

রাজধানীর শাহজাদপুর এলাকায় ‘সৌদিয়া’ নামে একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। হোটেলটি থেকে ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় একটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া গেছে বাথরুমের ভেতরে বাকি তিনজনের সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রগতি সরনি মূল সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব পাশেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আগুনের খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করে সড়কে। এতে ফায়ার সার্ভিস আগুন নেভাতে হিমশিম খায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *