শুক্রবার, অক্টোবর ১০

লোহাগাড়ায় আদর্শ শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||

মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষিকা শ্রাবণী রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অলক দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন অসুস্থতার মধ্যেও শ্রাবণী রায় তার দায়িত্ব থেকে কখনো পিছু হটেননি। নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ দিয়ে তিনি স্কুল কমিউনিটিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক পুষ্পেন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষক জমিলা মেহবুবা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে আবেগঘন বক্তব্য রাখেন ইসবাতুল মোবিন ও কাইফা জারিয়াত রুমাইছা।

শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ বিদায়ী শিক্ষিকাকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *