বৃহস্পতিবার, জানুয়ারি ১

লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আগামী শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে ৬১৯৩ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে।

লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন জানান, লিডিং ইউনিভার্সিটির অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।

তিনি আরও জানান, ৪র্থ সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।

সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ‍্যাত বাংলাদেশি লেখক ও গবেষক, পঞ্চব্রীহি মাল্টি- হারভেস্ট রাইস ভ‍্যারাইটি জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

উপাচার্য আরও জানান, এবারের সমাবর্তনে স্প্রিং ২০১৮ হতে ফল ২০২৫ সেমিস্টার পর্যন্ত লিডিং ইউনিভার্সিটির চারটি অনুষদ- ব‍্যবসায় প্রশাসন, কলা ও আধুনিক ভাষা, সামাজিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান অনুষদের অধীনে ১০টি বিভাগ- ব‍্যবসায় প্রশাসন, ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট, ইংরেজি, আইন, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ বিভাগের স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৬১৯৩ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে ।

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে রেজিস্ট্রিকৃত গ্র‍্যাজুয়েটদের মধ‍্য থেকে কৃতিত্বপূর্ণ ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল, ফাউন্ডার গোল্ড মেডেল এবং কো-ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও তিনি জানান।

তিনি উল্লেখ করেন লিডিং ইউনিভার্সিটির ১ম সমাবর্তনে গ্র‍্যাজুয়েটস ছিল ১৫৬ জন, ২য় সমাবর্তনে ছিল ১২১০ জন এবং ৩য় সমাবর্তনে ছিল ৪৭৩৪ জন, ৪র্থ সমাবর্তনে তা উন্নীত হয়েছে ৬১৯৯ জনে।

তিনি আরও বলেন, সমাবর্তনের মূল আয়োজন শেষে দ্বিতীয় পর্বে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন‍্য তিনি সবার সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *