বুধবার, নভেম্বর ১৯

লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত 

|| নিজস্ব প্রতিবেদক ||

লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উদ‍্যোগে গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গবেষণামুখী শিক্ষাব‍্যবস্থার প্রবর্তন খুবই জরুরী উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষাব‍্যবস্থায় শিক্ষার সঙ্গে গবেষণার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাশীলতা থেকে তাদের মধ্যে গবেষণার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে করে তাদের মধ‍্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সক্ষমতার সৃষ্টি হয়। এসময় তিনি লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর মাধ‍্যমে গবেষণা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং মানসম্পন্ন গবেষণা চালিয়ে যাবার জন‍্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সভায় লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া জানান, লিডিং ইউনিভার্সিটির ৪টি অনুষদ: ব‍্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এবং কলা ও আধুনিক ভাষা অনুষদ থেকে শিক্ষকদের জমাকৃত ২৪টি গবেষণা প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং লিডিং ইউনিভার্সিটি জার্নাল ফর বিজনেস, সোসাইটি এন্ড সায়েন্স এর ১১তম ভলিউম পর্যালোচনা এবং চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। সভায় এলইউ জার্নালের পরবর্তী ভলিউম প্রকাশ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানাশাহ মোল্লা এবং লিডিং ইউনিভার্সিটির রিসার্চ পাবলিকেশন এন্ড কোলাবোরেশন সেলের পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *