বৃহস্পতিবার, অক্টোবর ৯

রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, রোভার স্কাউট তরুণ প্রজন্মকে আনুগত্য, শৃঙ্খলা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করে। মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের যে মহান কাজগুলো স্কাউট করে থাকে, তা যুগে যুগে আম্বিয়া কেরামও করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনার তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ৪১২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের অর্থায়নে অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের ইআবি অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, “রোভার স্কাউট একটি দেশের বিশেষ বাহিনীর মতো, যারা সংকটকালে সর্বাগ্রে এগিয়ে আসে। আমি মনে করি, প্রতিটি শিক্ষার্থীরই রোভার স্কাউট প্রশিক্ষণে অংশগ্রহণ করা উচিত। তাই দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানপ্রধানকে আমি রোভার স্কাউট আন্দোলন জোরদারের আহ্বান জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

কোর্স লিডার ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. তৌফিক আহমেদ, অধ্যক্ষ, টিসার্স ট্রেনিং কলেজ, খুলনা। প্রফেসর মো. শহীদুল ইসলাম, সেবাব্রত মুক্ত রোভার স্কাউট গ্রুপ, যশোর। শিকদার রুহুল আমিন এলটি, ম্যানগ্রোভ মুক্ত রোভার স্কাউট গ্রুপ, খুলনা।এ.এস.এম. মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, সলিম উদ্দিন চৌধুরী কলেজ, নারায়ণগঞ্জ।মো. শরীফ উদ্দিন, প্রভাষক, ভূগোল বিভাগ, শ্রীপুর সরকারি কলেজ, মাগুরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআবি রোভার স্কাউট সদস্য সচিব ও অর্থ বিভাগের সহকারী পরিচালক মো. রুমী কিসলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার আনিছুল কিবরিয়া, ইমরুল কায়েস, মিজানুর রহমান, শফিকুল ইসলামসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ফাজিল-কামিল মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও রোভার স্কাউট দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *