রবিবার, আগস্ট ২৪

রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাবিতে মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) বাসায় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতদের এখনো গ্রেফতার না করার প্রতিবাদে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের ওপর হামলা মানে শিক্ষার উপর হামলা, ছাত্র-জনতার ওপর হামলা এবং বুদ্ধিজীবীদের ওপর হামলা। নৈতিক শক্তিতে যারা পরাজিত তারা এই ঘৃণ্য কাজ করেছে। তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না কারণ তাদের নৈতিক সাহস নেই। অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের উদঘাটন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিঁয়ারিও দেন।

সমাবেশে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, আমরা যে ভয় পেয়ে এখানে দাঁড়িয়েছি, ব্যাপারটা মোটেও এমন নয়। আমাদের অবস্থান জানান দিতে দাঁড়িয়েছি। ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লবের পর এখনো মুখোশধারী কিছু ফ্যাসিস্ট আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা দায়িত্ব পেয়েছি, তারা নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে চাই। আজকে আমাদেরকে নানান বাধার সম্মুখীন করা হচ্ছে। আমরা মনে করি নৈতিক শক্তিতে যারা পরাজিত তারাই এই ঘৃণ্য কাজ করছে। তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না কারণ তাদের নৈতিক সাহস নেই। আমরা এসব কাপুরুষকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আরবি বিভগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম বলেন, ইফতিখারুল আলম মাসউদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা, ছাত্র জনতার ওপর হামলা, বুদ্ধিজীবীদের ওপর হামলা। এক সপ্তাহ পার হওয়ার পরেও এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে না পারা আমাদের জন্য অনেক বেশি লজ্জার ও বেদনার। অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের উদঘাটন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমাদের আন্দোলন আরো তীব্রতর রূপ ধারণ করবে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিনোদপুরের মন্ডলের মোড়ে তাঁর নিজ বাসার দরজার সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *