
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ফয়সাল (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে রূপসা থানাধীন ১ নম্বর আইচগাতি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ফয়সাল রাজাপুর গ্রামের খোকন হাওলাদারের ছেলে। রাতের দিকে জুট মিলের পাশে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। ফয়সালকে দুই পায়ের নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত ফয়সালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে দুই পায়ের জখম গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
রূপসার আইচগাতি ক্যাম্পের এএসআই কামাল জানান, যারা ফয়সালকে কুপিয়ে জখম করেছে, তারা তার পূর্বপরিচিত। সন্ধ্যায় ফয়সাল তাদের সঙ্গে একটি নৌকায় ঘুরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি ইস্টার্ন জুট মিলের সামনে পৌঁছালে পাঁচজন দুর্বৃত্ত কোনো কথা না বলেই তার ওপর হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।