বৃহস্পতিবার, নভেম্বর ২১

রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ স্বচ্ছ সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সোমবার

|| নিজস্ব প্রতিবেদক ||

মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হযরত রাসূল পাক (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ স্বচ্ছ সমাজ। সংগঠনটির উদ্যোগে আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর রামপুরা ব্রিজে এ কর্মসূচি পালন করা হবে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর থেকে সংগঠনের পক্ষে জে.এম সাকিব হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি, রামগিরি মহারাজ এবং নিতেশ রানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করেছেন, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ স্বচ্ছ সমাজের নেতা-কর্মীরা।

সংগঠনটির দাবি হলো- ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সমাজে সহনশীলতা প্রতিষ্ঠা করা। এই প্রতিবাদের মাধ্যমে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চায়।

সংগঠনের পক্ষ থেকে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের তাদের সাথে এসে এই আন্দোলনের অংশ হতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও তারা বলছে, আমরা বিশ্বাস করি যে, সঠিক তথ্য এবং সমর্থনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *