মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচর্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ রবিবার (২৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাষ্ট্রপতিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সফলতা কামনা করেন।