শনিবার, ডিসেম্বর ৬

রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা ঘোষণা ভারতের

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারত রাশিয়ার নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে: এখন থেকে রাশিয়ার নাগরিকেরা ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা সুবিধা পাবেন।

শুক্রবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায়, রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করা হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে। এই পদক্ষেপগুলো দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগকে আরও সহজ করবে এবং তাদের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক হবে। কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।

মোদি জানান, এই উদ্যোগ কেবল দুই দেশের জনগণের বন্ধন দৃঢ় করবে না, বরং উভয় দেশের জন্য নতুন শক্তি ও সুযোগ সৃষ্টি করবে। ভবিষ্যতে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়েও যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, “আমার পূর্ণ বিশ্বাস আগামী সময়ে, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে, এই পারস্পরিক আস্থা ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।”

তিনি অক্টোবর মাসে ভারত থেকে রাশিয়ার কালমাইকিয়াতে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনীতে হাজার হাজার ভক্তের শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
(সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *