শুক্রবার, ডিসেম্বর ২৭

রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||

‘নারী-কন্যার সুরক্ষা করি‚ সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রায়পুরা উপজেলায় হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

রায়পুরায় সম্মাননা পেলেন চার জয়িতা
অতিথিবৃন্দের সাথে সম্মাননাপ্রাপ্ত চার জয়িতা

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন‚ নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতা নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এ ছাড়া দেশ ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন‚ জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে। বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন সহকারী কমিশনার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: ফাতেমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মোস্তফা খান‚ রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, সভাপতি তৌফিকুল হক,সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।

চার জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: বিনা বেগম, সফল জননী: সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন: কাবলী তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *